Realme Narzo 30 5G Review: 16 হাজার টাকারও কম দামে অল-রাউন্ডার স্মার্টফোন! কিনতেই পারেন...

 

Realme Narzo 30 5G ফোনটি লঞ্চ হয়েছে গত 24 জুন। ফোনটির দাম মাত্র 15,999 টাকা। রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স ও স্পেসিফিকেশনস। এখন আপনার জন্য Realme Narzo 30 5G ফোনটি সেরা হবে কি না, জেনে নিন।

 
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে এখনও 5G পরিষেবাই চালু হল না। কিন্তু, দেশের স্মার্টফোন মার্কেট এই মুহূর্তে ছেয়ে গিয়েছে, গুচ্ছের 5G হ্যান্ডসেটে। আর সেই তালিকায় নতুন সংযোজন Realme Narzo 30 5G। খুব সম্প্রতি বাজারে এসেছে Realme-র এই 5G ফোন। বিক্রিবাট্টাও মন্দ হচ্ছে না এই ফোনের। সেলের প্রথম দিন থেকেই সাড়া মিলেছে Realme Narzo 30 5G ফোনে। তবে, আপনি যদি এই ফোনটি কিনতে চান, তাহলে তার আগে অতি অবশ্যই জেনে নেওয়া উচিত
রিয়েলমি নার্জো ৩০ ৫জি স্মার্টফোনের ভালো এবং মন্দ দিক সম্পর্কে। আর সেই কারণেই আপনাদের জন্য Realme Narzo 30 5G হ্যান্ডসেটের রিভিউ নিয়ে হাজির এই সময় ডিজিটাল।

তুলনামূলক কম দামে 5G সাপোর্টেড কোনও ফোন কিনতে চাইলে Realme Narzo 30 5G আপনার জন্য সেরা হতে পারে। এই ফোনে রয়েছে দাম ও স্পেসিফিকেশনসের দুর্দান্ত সমন্বয়। তার থেকেও বড় কথা হল, 5G সাপোর্টও পেয়ে যাবেন। এই ফোনে রয়েছে মোট 7টি 5G ব্যান্ড। সেই ফোনই আপনি পেয়ে যাবেন মাত্র 15,999 টাকায়। এখন প্রশ্ন হচ্ছে, দামের প্রতি কতটা সুবিচার করল Realme Narzo 30 5G? আসুন, সেই তথ্যই জেনে নেওয়া যাক।


* 6.5 ইঞ্চি FHD+ LCD 90Hz ডিসপ্লে
* Mediatek Dimensity 700
* 6GB RAM ও 128GB স্টোরেজ
48MP ট্রিপল ক্যামেরা + 16MP ফ্রন্ট ক্যামেরা
* 5000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং সাপোর্ট


Realme Narzo 30 5G: ভালো দিক -

ডিসপ্লে - Realme Narzo 30 5G ফোনে রয়েছে একটি 90Hz FHD+ LCD ডিসপ্লে। তুলনামূলক হাই রিফ্রেশ রেট থাকলেও, এই ফোনে AMOLED-এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে LCD ডিসপ্লে। যদিও, LCD প্যানেল হওয়ার কারণে খুব একটা ভালো ভিউইং অ্যাঙ্গেল পাবেন না। তবে, দৈনন্দিন ব্যবহারে এই ডিসপ্লেতে কোনও সমস্যা হবে না।


এই ফোনের ডিসপ্লের পাঞ্চ হোল অন্যান্য ফোনের তুলনায় একটু বড় মনে হয়েছে। গেমিং অথবা ভিডিয়ো স্ট্রিমিংয়ের সময় এই পাঞ্চ হোল খুব সহজেই চোখে পড়বে। যদিও, তা এই ফোন না কেনার যথেষ্ট কারণ নয়।

ডিজাইন ও বিল্ড - এই ফোনের ডিজাইনে খুব বেশি ঔজ্জ্বল্য নজরে আসবে না। ফোনের পিছনে বিশেষ স্ট্রাইপ ব্যবহার করেছে Realme। সঙ্গে রয়েছে কোম্পানির ব্র্যন্ডিং। এছাড়াও, এই ফোনে থাকছে ট্যাকটাইল বাটন। ফোনের পাশে আবার মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে।

পারফরম্যান্স - দৈনন্দিন ব্যবহারে এই ফোনের পারফরম্যান্সে আপনার কোনও সমস্যা হবে না। এই একই প্রাইস ক্যাটেগরির কিছু ফোনে Snapdragon 732 চিপসেট দেওয়া হলেও, Narzo 30 5G হ্যান্ডসেটে রয়েছে Dimensity 700 চিপসেট।


একসঙ্গে একাধিক অ্যাপ সহজেই ব্যবহার করা যাবে। এমনকি Battlegrounds Mobile India-র মতো হেভি গ্রাফিক্স গেমও খেলা যাবে এই ফোনে।

ক্যামেরা - ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে 48MP প্রাইমারি সেন্সরে দুর্ধর্ষ ছবি উঠবে। পাঞ্চি কালারে ঝকঝক করে তুলবে এই ক্যামেরার ছবি! দুর্দান্ত শাটার স্পিডের সঙ্গেই ফোনের ক্যামেরায় ছবি তোলার অভিজ্ঞতাও বেশ ভালো হবে।


48MP ক্যামেরা ছাড়াও Narzo 30 5G ফোনে রয়েছে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা ও একটি 2MP ডেপথ সেন্সর। যদিও, এই ফোনে কোনও আলট্রা ওয়াইড ক্যামেরা দেখা যাবে না। কিন্তু, কম আলোতে ফোনের ক্যামেরায় খুব একটা ভালো ছবি উঠবে না।

তবে, সেলফি ক্যামেরায় ভালো ছবি উঠবে। পাশাপাশিই আবার, সেলফি ক্যামেরার ছবিতে ভালো এক্সপোজ়ার ও শার্পনেস পাওয়া যাবে।


Realme Narzo 30 5G: মন্দ দিক -

সফ্টওয়্যার - রিয়েলমি নার্জো ৩০ ৫জি ফোনটি Android অপারেটিং সিস্টেম নির্ভর কোম্পানির নিজস্ব Realme UI স্কিন দ্বারা চালিত হবে। এই স্কিনে রয়েছে একাধিক অপ্রয়োজনীয় অ্যাপ। ফলস্বরূপ, ফোনের সিস্টেম অ্যাপ থেকেই পাবেন বিভিন্ন বিরক্তিকর নোটিফিকেশন, যা কোনও ভাবেই বন্ধ করা যাবে না।


কম দামের বেশিরভাগ ফোনেই এই সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে Realme ও Xiaomi ফোনে এই সমস্যা সব থেকে বেশি দেখা যায়। যদিও, বিজ্ঞাপন ছাড়া স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইলে, Motorola ফোন ব্যবহার করতে পারেন।


চার্জিং স্পিড - এই ফোনে রয়েছে বীভৎস একটি ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Realme Narzo 30 4G ভ্যারিয়্যান্টে আবার 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই সেগমেন্টের বেশিরভাগ ফোনেই রয়েছে 18W-এর বেশি স্পিডের চার্জিং।


Realme Narzo 30 5G কেনা উচিত?

দামের প্রতি সুবিচার করেছে Realme Narzo 30 5G। এছাড়াও রয়েছে 5G সাপোর্ট, যা লম্বা সময় এই ফোন ব্যবহারে সাহায্য করবে। কিন্তু 15,999 টাকায় Realme Narzo 30 5G কেনা কি ঠিক হবে?

15,999 টাকায় আপনি পাবেন Realme Narzo 30 5G এর 64GB ভ্যারিয়্যান্ট। যদিও, 128GB ভ্যারিয়েন্ট কেনার পরামর্শ দেব আমরা। 20,000 টাকার কম দামে 5G অল রাউন্ড ফোনের খোঁজ করলে আপনার জন্য আদর্শ Realme Narzo 30 5G।

Post a Comment

নবীনতর পূর্বতন