সহজে কুরআন হিফজ করতে যে দোয়া পড়তে বললো দেওবন্দ
পবিত্র কুরআনুল কারীম। আল্লাহ তায়ালার কালাম। হজরত জীবরাঈল আ. এর মাধ্যমে নবি কারীম এর কাছে দীর্ঘ ২৩ বছর ধরে অবতীর্ণ হয়েছে। পৃথিবীতে কোটি কোটি কুরআনের হাফেজ আছেন। আবার কোটি কোটি শিশু কুরআনুল কারীম হিফজ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। ভারতীয় উপমহাদেশে ছোট শিশুদের হাফেজ বানানোর জন্য আলাদা হিফজখানা গড়ে ওঠেছে। এক গবেষণায় দেখা গেছে, শুধু বাংলাদেশেই প্রায় ৫০ হাজার হিফজখানা রয়েছে। যেখানে বাচ্চারা নিয়মিত কুরআন মুখাস্থ করছে। হাফেজে কুরআন হচ্ছে।
সহজে কুরআনুল কারীম হেফজ করার জন্য দারুল উলুম দেওবন্দ একটি আমলের কথা বলেছেন। দেওবন্দের ওয়েবসােইটে কোনো এক ব্যক্তির প্রশ্নের জবাবে এ আমলের কথা বলেছে দেওবন্দ।
প্রশ্নকারী বলেছেন, ‘কুরআনুল কারীম সহজে হিফজ করার জন্য কোনো দোয়া বলে দিন। সম্ভব হলে মুখাস্থশক্তি বৃদ্ধি করার জন্য কোনো প্রশিদ্ধ দোয়ার নাম বলে দিন।’
প্রশ্নকারীর এমন অনুরোধে দেওবন্দ থেকে বলা হয়, ‘কুরআনুল কারীম সহজে মুখাস্থ করার জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পর মাথায় হাত রেখে ১১ বার ‘ইয়া ক্বওয়িয়্যু’ (یَا قَوِیُّ) পড়বে।
আর বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকবে। গুনাহের কারণে মুখাস্থ শক্তি কমে যায়। আর দোয়া জারি রাখার সাথে সাথে কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবে। (আল্লাহ তায়ালাই ভালো জানেন)।
দেওবন্দের ওয়েবসাইটে বর্ণিত দোয়াটির লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/dua-supplications/604544
একটি মন্তব্য পোস্ট করুন