অ্যাভোকাডোর উপকারিতা, ব্যবহার এবং পার্শ্বপ্রতিক্রিয়া | Avocado Benefits, Uses and Side Effects in Bengali

 Avocado Benefits, Uses and Side Effects in Bengali

যে কোনো স্বাস্থ্যসচেতন মানুষই ফ্যাটের নামে ভুরু কোঁচকান এবং তার ফল স্বরূপ লো-কার্ব ডায়েটের দিকে ঝোঁকেন। এক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি যার ওপর ভরসা করেন, তা হল ফল। কিন্তু অনেকেই জানেন না যে, বেশিরভাগ ফলেই উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট থাকে। আর কিছু ফলে থাকে হেলদি ফ্যাট। এরকমই একটি ফল হল অ্যাভোকাডো। আপনাদের জানিয়ে রাখি, অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর অর্থাৎ হেলদি ফ্যাটের পরিমাণই বেশি। তাই, বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে অ্যাভোকাডো খাবার প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। এই ফলে রয়েছে আরও নানারকম স্বাস্থ্যগুণ, যার অনেকটাই সবার জানা। তবে আরও অনেক কিছুই অজানা রয়ে গেছে অনেকের মধ্যে।

অ্যাভোকাডো ফলের পরিচিতি

অ্যাভোকাডোর বিজ্ঞানসম্মত নাম হল পার্শ্বিয়া আমেরিকানা (Persea americana)। আনুমানিক ৭০০০ বছর আগে থেকে দক্ষিণ মেক্সিকো এবং কলোম্বিয়াতে অ্যাভোকাডোর চাষ হয়ে আসছে। ফলটির খোসা কুমিরের গায়ের মতো অমসৃণ এবং গড়ন ন্যাশপাতির মতো। তাই সেসময় অনেক জায়গায় এটি ‘alligator pears’ বা কুমির ন্যাশপাতি নামে পরিচিত ছিল।

আমেরিকান জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশনের তথ্য অনুসারে, অ্যাভোকাডো হল সেই খাবারের মধ্যে অন্যতম যাদের জিআই ভ্যালু নির্ধারিত জিআই বা গ্লাইসেমিক ইনডেক্স মানের মধ্যেই থাকে। এটিতে খুব কম পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। তাই, কেউ যদি একাধিক অ্যাভোকাডোও খান, তাতে মাত্র ২৫ গ্রাম কার্বোহাইড্রেট-ই তাঁর শরীরে প্রবেশ করবে যা একদমই ক্ষতিকারক নয় (১)

মাখনের মতো মসৃণ, কোমল এবং খাদ্যগুণে ভরপুর এক চমৎকার সুগন্ধী ফল হল অ্যাভোকাডো। যার উপকারিতা গুনে শেষ করা যায় না।

  • উপকারিতা ১ : হৃৎপিন্ড সুরক্ষিত রাখে

গবেষণায় দেখা গেছে, অ্যাভোকাডো খেলে সিরামে HDL বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় যা হৃৎপিন্ডের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। (২) যদিও এই তথ্য বৈধকরণের জন্য আরও গবেষণা চলছে।

আবার অন্য এক প্রতিবেদনে দাবি করা হয়ছে যে, নিয়মিত অ্যাভোকাডো খেলে LDL বা খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায় ফলে হৃদরোগের সম্ভাবনা কমে।(৩) এতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট ও হৃৎপিন্ড সুরক্ষিত রাখে এবং এর কার্যকারিতা বজায় রাখে।

  • উপকারিতা ২ : হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে
  • উপকারিতা ৩ : ওজন কমাতে সাহায্য করে

গবেষণায় দেখা গেছে, যারা রোজ অ্যাভোকাডো খান, তাঁদের বিএমআই (BMI) রেট কম হওয়ায় অতিরিক্ত ওজন বৃদ্ধির সমস্যা দেখা যায় না। (৭) এতে থাকা ফাইবার ও মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে কোনও রকমের মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি কমায়।

প্রতিদিন অ্যাভোকাডো খেলে তা ক্যারিটনয়েডের শোষণ বাড়িয়ে তোলে। লুটেনিন (Lutein) এবং জেক্সানথিন (zeaxanthin) এবং অন্যান্য ক্যারোটিনয়েডগুলি দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য প্রয়োজনীয়। এই যৌগগুলি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হওয়া ম্যাকুলার ডিজেনারেশন, ছানি এবং অন্যান্য চোখের রোগ প্রতিরোধ করতে পারে।

আমরা যখন দেখি, সেসময় নীল আলো ফিল্টারের কাজ করে ম্যাকুলার পিগমেন্টেশন। আর অ্যাভোকাডো ম্যাকুলার পিগমেন্টেশনের ঘনত্বও বৃদ্ধি করে।(৮) ভিটামিন-ই সমৃদ্ধ এই ফলে রয়েছে আরও অত্যাবশ্যকীয় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

  • উপকারিতা ৫ : ক্যান্সার প্রতিরোধক

এছাড়াও এতে থাকা ফাইটোকেমিক্যাল সহ মনোস্যাচুরেটেড ফ্যাটের মতো উপাদানগুলি শরীরে ক্যান্সার কোষ উৎপাদন হতে না দিয়ে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়। সর্বোপরি, ফাইটোকেমিক্যাল ক্যান্সার কোষের উৎপাদন বাড়তে দেয় না আবার ক্যান্সার সেল লাইনে ক্যান্সারাস কোষগুলির মৃত্যু ঘটিয়ে রোগ প্রতিরোধে সহায়তা করে।(১০) তাই, একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ফাইটোকেমিক্যাল উপাদানটিকে খাদ্যনালী এবং কোলন ক্যান্সারের উপযুক্ত পরিপূরক চিকিৎসা হিসেবে বিবেচনা করা যেতে পারে।

  • উপকারিতা ৬ : মুখের বিভিন্ন রকম সমস্যা প্রতিরোধ ও নির্মূল করে

অ্যাভোকাডোতে থাকা পটাশিয়াম দাঁতের অবক্ষয় রোধ করে। মাড়িতে প্রদাহ বা ফোলাভাবের মতো সমস্যা দূর করতে পারে এই ফলটি। সর্বোপরি, ওরাল ক্যান্সার প্রতিরোধ করে।

  • উপকারিতা ৭ : হাড় মজবুত করে

কাঁচা অ্যাভোকাডোতে বোরন-এর মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকে যা ক্যালশিয়াম শোষণকে বাড়িয়ে তুলে হাড় মজবুত করে। এতে থাকা ভিটামিন-কে ও অন্যান্য পুষ্টি উপাদানগুলি মজবুত হাড় গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অস্টিওপ্রোটেক্টিভ প্রভাব ফেলে।

  • উপকারিতা ৮ : আর্থারাইটিস রোগের জন্য উপকারী
  • উপকারিতা ৯ : লিভারের কার্যকারীতা বৃদ্ধি করে

অ্যাভোকাডোতে থাকা ফাইবার ও বিভিন্ন রকম হেলদি ফ্যাট লিভারের কার্যকারীতা বৃদ্ধি করে, খাদ্য পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।

  • উপকারিতা ১০ : কিডনির কার্যকারিতা বজায় রাখে

কিডনির কার্যকারিতা বজায় রাখতে অ্যাভোকাডো আদৌ কোনওভাবে সাহায্য করে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞানসম্মত তথ্য পাওয়া যায়নি।

  • উপকারিতা ১১ : ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে

অ্যাভোকাডোতে বেশি মাত্রায় ক্যালোরি থাকলেও, কার্বোহাইড্রেটের মাত্রা অনেকটাই কম থাকে। এছাড়াও, এতে থাকা ফাইবার, অত্যাবশ্যকীয় ফ্যাট ও অন্যান্য পুষ্টি উপাদানগুলি এটিকে ডায়াবেটিক রোগীদের জন্য উপযুক্ত খাবার করে তুলেছে। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ডায়াবেটিক রোগীদের রোজকার খাদ্যতালিকায় অ্যাভোকাডো রাখার পরামর্শ দেয়। কারণ এতে থাকা ফাইবার ডায়াবেটিক রোগীদের ফাস্টিং ব্লাড সুগার লেভেল কমায়। (১২)

তবে, প্রতিদিন অ্যাভোকাডো খাওয়া শুরু করার আগে আপনি অবশ্যই নিজের চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ, এই ফলে ক্যালোরির মাত্রা  বেশি থাকায় এটি আপনার ওপরে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে।

  • উপকারিতা ১২ : স্মৃতিশক্তির পাশাপাশি মানসিক কার্যকারিতা বৃদ্ধি করে

অ্যাভোকাডো আমাদের শরীরের পাশাপাশি ব্রেন তথা মস্তিষ্কেরও পুষ্টি জোগায়। এতে থাকা ভিটামিন-ই এবং মনোস্যাচুরেটেড ফ্যাট আমাদের কগনিটিভ ফাংশন উন্নত করে। এমনকি, বয়স্কদের মধ্যে স্মৃতিশক্তি বা মানসিক স্থিতি কমার যে প্রবণতা লক্ষ করা যায়, তারও প্রতিকার করে। এমনকি, ভিটামিন-ই ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অ্যালজাইমার (Alzheimer) রোগের চিকিৎসায়ও কার্যকরী ভূমিকা পালন করে।

  • উপকারিতা ১৩ : সোরিয়াসিস রোগের উপসর্গ উপশম ও নির্মূল করে

ত্বকের প্রদাহজনিত একটি রোগ হল এই সোরিয়াসিস। যা বংশগত হলেও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত দূষণ এবং পারিপার্শ্বিক পরিবেশের কারণে বৃদ্ধি পায়। অ্যাভোকাডো তেল বা অ্যাভোকাডো তেলযুক্ত ভিটামিন B12 ক্রিম সোরিয়াসিস রোগের চিকিৎসায় কার্যকরী ভূমিকা পালন করে। এর মনোস্যাচুরেটেড ফ্যাট উপাদানটি প্রদাহ জনিত উপসর্গের উপশম করতে পারে।

  • উপকারিতা ১৪ : বলিরেখা দূর করে

অ্যাভোকাডো ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। এতে থাকা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড (EFA) টিস্যু লিপিডের সংশ্লেষণে সাহায্য করে। ফলে, ত্বকে বলিরেখা বা বয়সের ছাপ সহজে পড়ে না এবং ত্বক থাকে টানটান। বলিরেখা দূর করার পাশাপাশি অ্যাভোকাডো তেলের ক্ষত নিরাময়ের ক্ষমতাও আছে।

  • উপকারিতা ১৫ : চুলের সুস্বাস্থ্য বজায় রাখে

অ্যাভোকাডোতে থাকা ভিটামিন-ই চুলের গোড়া মজবুত করে এবং স্ক্যাল্পের ক্ষত নিরাময় করে চুলের বাড়তে সাহায্য করে। অ্যাভোকাডো তেলের পাশাপাশি অ্যাভোকাডো মাস্কও ব্যবহার করতে পারেন। নীচে আমরা সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম।

  • কোঁচানো অ্যাভোকাডো, ডিমের কুসুম, এবং প্রয়োজনমতো জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।
  • এবার, ভেজা চুলে এবং স্ক্যাল্পে হেয়ার মাস্কটি লাগান।
  • ২০ মিনিট পর সামান্য গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

এবার বুঝলেন তো, এই ছোট্ট একটি ফল আপনার কী কী জটিল রোগের প্রতিকার এবং সর্বোপরি প্রতিরোধ পারে। মুখোরোচক স্বাদ বা গন্ধের পাশাপাশি অ্যাভোকাডোতে রয়েছে ফাইবার, মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ভিটামিন-ই এবং ভিটামিন-কে -এর মতো প্রচুর পুষ্টি উপাদান।

অ্যাভোকাডোর পুষ্টিগুণ

ক্যালোরির তথ্যাবলী
প্রত্যেক সার্ভিং-এ পরিমাণ%DV
ক্যালোরি২৪০(১০০৫ kJ)১২%
কার্বোহাইড্রেট থেকে৪৫.৯ (১৯২ kJ)
ফ্যাট থেকে১৮৪ (৭৭০ kJ)
প্রোটিন থেকে১০.১(৪২.৩ kJ)
অ্যালকোহল থেকে০.০(০.০ kJ)
কার্বোহাইড্রেট
প্রত্যেক সার্ভিং-এ পরিমাণ%DV
মোট কার্বোহাইড্রেট১২.৮ গ্রাম৪%
ডায়েটরি ফাইবার১০.১ গ্রাম৪০%
স্টার্চ০.২ গ্রাম
সুগার১.০ গ্রাম
সুক্রোজ৯০.০ মিলিগ্রাম
গ্লুকোজ৫৫৫ মিলিগ্রাম
ফ্রুকটোজ১৮০ মিলিগ্রাম
ল্যাকটোজ০.০ মিলিগ্রাম
ম্যালটোজ০.০ মিলিগ্রাম
গ্যালাকটোজ১৫০ মিলিগ্রাম
ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিড
প্রত্যেক সার্ভিং-এ পরিমাণ%DV
সমগ্র ফ্যাট২২.০ গ্রাম৩৪%
স্যাচুরেটেড ফ্যাট৩.২ গ্রাম১৬%
৪:০০০.০ মিলিগ্রাম
৬:০০০.০ মিলিগ্রাম
৮:০০১.৫ গ্রাম
১০:০০০.০ মিলিগ্রাম
১২:০০০.০ মিলিগ্রাম
১৩:০০~
১৪:০০০.০মিলিগ্রাম
১৫:০০০.০ মিলিগ্রাম
১৬:০০৩১১২ মিলিগ্রাম
১৭:০০০.০ মিলিগ্রাম
১৮:০০৭৩.৫ মিলিগ্রাম
১৯:০০~
২০:০০০.০ মিলিগ্রাম
২২:০০০.০ মিলিগ্রাম
২৪:০০:০০০.০ মিলিগ্রাম
মনোস্যাচুরেটেড ফ্যাট১৪.৭ গ্রাম
১৪:০১০.০ মিলিগ্রাম
১৫:০১০.০ মিলিগ্রাম
১৬:১ অপরিবর্তিত১০৪৭ মিলিগ্রাম
১৬:১ c~
১৬:১ t~
১৭:০১১৫.০ মিলিগ্রাম
১৮:১ অপরিবর্তিত১৩৫৯৭ মিলিগ্রাম
১৮:১ c~
১৮:১ t~
২০:০১৩৭.৫ মিলিগ্রাম
২২:১ অপরিবর্তিত০.০ মিলিগ্রাম
২২:১ c~
২২:১ t~
২৪:১ c~
পলিস্যাচুরেটেড ফ্যাট২.৭ গ্রাম
১৬:২ অপরিবর্তিত~
১৮:২ অপরিবর্তিত২৫১১ মিলিগ্রাম
১৮:২ n-6 c,c~
১৮:২ c,t~
১৮:২ t,c~
18:2 t,t~
১৮:২ i~
১৮:২ t আরও সংজ্ঞায়িত করা হয় নি~
১৮:০৩১৮৭ মিলিগ্রাম
১৮:৩ n-3, c,c,c১৬৭ মিলিগ্রাম
১৮:৩ n-6, c,c,c২২.৫ মিলিগ্রাম
১৮:৪ অপরিবর্তিত০.০ মিলিগ্রাম
২০:২ n-6 c,c০.০ মিলিগ্রাম
২০:৩ অপরিবর্তিত২৪.০ মিলিগ্রাম
২০:৩ n-3~
২০:৩ n-6~
২০:৪ অপরিবর্তিত০.০ মিলিগ্রাম
২০:৪ n-3~
২০:৪ n-6~
২০:৫ n-3০.০ মিলিগ্রাম
২২:০২~
২২:৫ n-3০.০ মিলিগ্রাম
২২:৬ n-3০.০ মিলিগ্রাম
সর্বমোট ট্রান্স ফ্যাটি অ্যাসিড~
সর্বমোট ট্রান্স-মনোইনয়িক ফ্যাটি অ্যাসিড~
সর্বমোট ট্রান্স-পলিনয়িক ফ্যাটি অ্যাসিড~
সর্বমোট ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড১৬৫ মিলিগ্রাম
সর্বমোট ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড২৫৩৪ মিলিগ্রাম
প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড
প্রত্যেক সার্ভিং-এ পরিমাণ%DV
প্রোটিন৩.০ গ্রাম৬%
ভিটামিন
প্রত্যেক সার্ভিং-এ পরিমাণ%DV
ভিটামিন A২১৯IU৪%
ভিটামিন C১৫.০ মিলিগ্রাম২৫%
ভিটামিন D~~
ভিটামিন E (Alpha Tocopherol)৩.১ মিলিগ্রাম১৬%
ভিটামিন K৩১.৫ মাইক্রোগ্রাম৩৯%
থিয়ামিন (Thiamin)০.১ মিলিগ্রাম৭%
রিবোফ্ল্যাবিন (Riboflavin)০.২ মিলিগ্রাম১১%
নায়সিন (Niacin)২.৬ মিলিগ্রাম১৩%
ভিটামিন B6০.৪ মিলিগ্রাম১৯%
ফোলেট (Folate)১২২ মাইক্রোগ্রাম৩০%
ভিটামিন B12০.০ মাইক্রোগ্রাম০%
পেন্টোথেনিক অ্যাসিড (Pantothenic Acid)২.১ মিলিগ্রাম২১%
কোলিন (Choline)২১.৩ মিলিগ্রাম
বেটাইন (Betaine)১.১ মিলিগ্রাম
খনিজ উপাদান
প্রত্যেক সার্ভিং-এ পরিমাণ%DV
ক্যালশিয়াম১৮.০ মিলিগ্রাম২%
আয়রণ০.8 মিলিগ্রাম৫%
ম্যাগনেশিয়াম৪৩.৫ মিলিগ্রাম১১%
ফসফরাস৭৮.০ মিলিগ্রাম৪%
পটাশিয়াম৭২৭ মিলিগ্রাম২১%
সোডিয়াম১০.৫ মিলিগ্রাম০%
জিঙ্ক১.০ মিলিগ্রাম৬%
কপার০.৩ মিলিগ্রাম১৪%
ম্যাঙ্গানিজ০.২ মিলিগ্রাম১১%
সেলেনিয়াম০.৬ মাইক্রোগ্রাম১%
ফ্লুরাইড১০.৫ মাইক্রোগ্রাম

Daily Value বা %DV = দৈনিক প্রয়োজনের শতাংশ

৬৮ গ্রাম বা অর্ধেক অ্যাভোকাডোতে প্রায় ১১৩ ক্যালোরি, ১৪ মিলিগ্রাম ভিটামিন-K (দৈনিক প্রয়োজনের ১৯ শতাংশ), ১২ মিলিগ্রাম ভিটামিন-C (দৈনিক প্রয়োজনের ১২ শতাংশ),  ০.০৪ মিলিগ্রাম ভিটামিন-B6 (দৈনিক প্রয়োজনের ৯ শতাংশ),  ৬০ মিলিগ্রাম ফোলেট (দৈনিক প্রয়োজনের ১৫ শতাংশ), এবং ৩৪২ মিলিগ্রাম পটাশিয়াম (দৈনিক প্রয়োজনের ১০ শতাংশ) থাকে।

অতএব দেখা যাচ্ছে, অ্যাভোকাডোর পুষ্টিগুণ অগুণতি প্রায়, তাই না? তবে, আজ থেকে রোজকার ডায়েটে এই ফলের নাম অন্তর্ভুক্ত করছেন তো? কিন্তু কীভাবে?

অ্যাভোকাডোর ব্যবহার

অ্যাভোকাডোর ব্যবহার বহুমুখী। যদিও আমরা টোস্টে, স্যালাডে বা স্মুদিতে ছড়িয়ে খেতে পছন্দ করি ফলটি। তবে, এটি প্রায় সব খাবারের সঙ্গেই যায়। ফলটিকে নুন ও গোলমরিচের সঙ্গে খান অথবা সুপ বা ডেজার্টের মতো বিভিন্ন খাবারের ওপর ছড়িয়ে দিয়ে বাড়িয়ে নিতেই পারেন প্রতিটি খাবারের খাদ্যগুণ। যেমন –

  • প্রতিদিন সকালের জলখাবারের সময় স্ক্র্যাম্বেল্ড এগের সঙ্গে খেতে পারেন অ্যাভোকাডো
  • ব্রেকফাস্টে প্যানকেক থাকলে তাতে যোগ করতে পারেন অ্যাভোকাডো।
  •  চিকেন, টুনা বা এগ স্যালাড বানানোর সময় মেয়োনিজের বদলে ব্যবহার করতে পারেন অ্যাভোকাডো।
  • বার-বি-কিউ চিকেনের মতো মাংসের বার্বিকিউ পদের সঙ্গে যোগ করতে পারেন গ্রিল্ড অ্যাভোকাডো।
  • স্যালাড ও স্যান্ডুইচে ব্যবহার করতে পারেন অ্যাভোকাডোর আচার।
  • অ্যাভোকাডো ডিপ ফ্রাই করে বিভিন্ন রকম শসের সঙ্গে খেয়ে দেখতে পারেন।
  • অ্যাভোকাডো, দুধ, লেবুর রস, ক্রিম ও চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন অ্যাভোকাডো আইসক্রিম।

পদগুলি জিভে জল আনা মনমুগ্ধকর, তাই না? তবে, এই ফলের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। যা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

অ্যাভোকাডোর পার্শ্বপ্রতিক্রিয়া

অ্যাভোকাডো খাওয়া ভীষণ উপকারী। কিন্তু তার আগে জেনে নিন, কার কার এই ফলটি খাওয়া উচিৎ নয়। কিংবা অতিরিক্ত মাত্রায় খেলে কী কী নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার ওপর।

  • ওজন বৃদ্ধি হতে পারে

অ্যাভোকাডোতে ফ্যাট বেশি থাকে। তাই, ফলটি অতিরিক্ত মাত্রায় খেলে আপনার ওজন বাড়তে পারে।

  • ল্যাটেক্স অ্যালার্জি থাকলে

ল্যাটেক্স অ্যালার্জি আছে যাদের, তাঁরা অ্যাভোকাডো খাবেন না। উপকারের বদলে আপনার অ্যালার্জির উপসর্গ ও লক্ষণ বেড়ে যেতে পারে।

  • কিডনির অসুখ থাকলে

কিডনির কোনো রকম সমস্যা থাকলে তারা অ্যাভোকাডো খাবেন না একেবারেই। কারণ, ফলটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যা আপনার স্বাস্থ্যহানী ঘটাতে পারে।

উপসংহার

অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানে পরিপূর্ণ ফলটি আপনার ডায়েট চার্টের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠতেই পারে। আগে খেয়ছেন ফলটি? না খেলে, আজ থেকেই শুরু করুন করুন, অ্যাভোকাডো খাওয়ার অভ্যাস। আর জানান আপনার মতামত।


Post a Comment

নবীনতর পূর্বতন